Header Ads

ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা (Sheikh Hasina got the title of D.Litt)

ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা 
(Sheikh Hasina got the title of D.Litt)


ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আসানসোলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে সম্মানসূচক এ ডিগ্রি দেয়া হয়। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অার্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় তার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয়া হয়। বিশেষ সমাবর্তন ও ডি-লিট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের কয়েকজন প্রতিনিধি যোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে শুক্রবার কলকাতা গেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শাহজালাল বিমানবন্দর থেকে কলকাতায় নেতাজী সুবাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সেখান থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে কলকাতা থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে পৌঁছান। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Prime Minister Sheikh Hasina has given the honorary Doctor of Literature (D.Litt) at the special convocation of the Kazi Nazrul Islam University in Asansol, West Bengal, India. Today, a special degree of honors is given to Sheikh Hasina at the special convocation of the University of Asansol on Saturday. Sheikh Hasina is given this title as a recognition of her role in the development of exploitation-free and discrimination and promoting democracy, women's empowerment, poverty alleviation, and social development.
Education Minister Nurul Islam Nahid, Foreign Minister AH Mahmood Ali, Culture Minister Asaduzzaman Noor, Prime Minister Advisers HT Imam, Gowher Rizvi, Tawfiq-e-Elahi Chowdhury and many representatives of Bangladesh's education, culture and political affairs joined the special convocation and D-leit giving ceremony. . Prime Minister Narendra Modi's invitation to Prime Minister Narendra Modi's two-day official visit to Kolkata on Friday.
On Saturday morning, a VVIP flight of Bangladesh Biman reached the Prime Minister and her entourage at Shahjalal International Airport at Netaji Subash Chandra Bose International Airport in Kolkata. From there, Sheikh Hasina arrived in Santipur, Bolpur in Birbhum district about 180 kilometers north of Calcutta in the helicopter. He attended the convocation of Visva-Bharati University.





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.