Registration Form

১৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শিশুদের সোথে অতিথিবৃন্দের কেক কাটা2022-03-17-07-11-04f08f2a4349027073f651ed8f874d67
2 / 10
সামাজিক নিরাপত্তা ।। ভাতা প্রদান কার্যক্রম
<<>
১ কোটি ৪ লক্ষ ৪৭ হাজার ৯ শত জন মানুষ ভাতা ও বৃত্তি পাচ্ছেন সমাজসেবা অধিদফতর থেকে
২০২১-২২ অর্থবছর সরকারের #সামাজিকনিরাপত্তা কার্যক্রমের আওতায় শুধুমাত্র সমাজসেবা অধিদফতর থেকেই ভাতা ও বৃত্তি পাবেন ১ কোটি ৪ লক্ষ ৪৭ হাজার ৯ শত জন মানুষ। জনপ্রতি মাসিক ৫০০ টাকা #বয়স্কভাতা পাবেন ৫৭ লক্ষ ১ হাজার জন ও #বিধবাস্বামীনিগৃহীতাভাতা পাবেন ২৪.৭৫ লক্ষ জন। জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে #প্রতিবন্ধীভাতা পাবেন ২০.০৮ লক্ষ জন, ১ লক্ষ #প্রতিবন্ধীশিশু জনপ্রতি মাসিক ৭৫০-১৩০০ টাকা হারে পাবেন #শিক্ষাউপবৃত্তি।
২০২০-২১ অর্থবছর থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ৩৯ টি জেলা এবং “বিকাশ” এর মাধ্যমে ২৩টি জেলার বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জিটুপি পদ্ধতিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ ও বিকাশ এর মাধ্যমে ভাতা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
মাসিক ২০০০ টাকা হারে বেসরকারি #এতিমখানা তে প্রতিপালিত ১.০৬ লক্ষ এতিম শিশু পাবে #ক্যাপিট্যাশনগ্রান্ট। ৫০ হাজার #বেদেও #অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীন ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হবে বিশেষ ভাতা। ৫০০ টাকা হারে ভাতা পাবেন ২৬০০ #হিজড়া। ২৫ হাজার ৯০০ #বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ও ১২৪৭ জন হিজড়া শিশু পাবেন বিশেষ উপবৃত্তি।
ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও সনাক্তকরণ |
বন্যার সময় কি করণীয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়:
কোন মন্তব্য নেই