Header Ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন মহিলা কলেজের ২০১৬ সনের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ (নিয়মিত/প্রাইভেট) ছাত্রীদের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে  ইডেন মহিলা কলেজের ২০১৬ সনের মাস্টার্স প্রিলিমিনারি  পরীক্ষায় উত্তীর্ণ (নিয়মিত/প্রাইভেট) ছাত্রীদের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ  বর্ষে  ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

===========================================================================

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয় ইডেন মহিলা কলেজ, ঢাকা।





তারিখ:২৪/১১/২০২১ খ্রি.।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইডেন মহিলা কলেজে ২০১৬ সনের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ
| (নিয়মিত/প্রাইভেট) ছাত্রীদের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬ সনের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মাস্টার্স শেষ বর্ষে (২০১৬২০১৭ শিক্ষাবর্ষ) অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ২৫/১১/২০২১ খ্রি. তারিখ হতে ৩০/১১/২০২১ তারিখের মধ্যে WWW.edencollege.eshiksabd.com ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করা যাবে।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্বে ভর্তি ফি বিষয়ের নাম ।
ভর্তি ফি । বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামি শিক্ষা,

৩,৬৩৫.০০ অর্থনীতি, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং পদার্থবিজ্ঞান, মনােবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগােল ও পরিবেশ, গার্হস্থ্য অর্থনীতি,
৩,৮৮৫.০০ গণিত, পরিসংখ্যান। সেমিনার ফি অন্তর্ভুক্ত রয়েছে বিধায় বিভাগ সেমিনার ফি আদায় করবে না। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্ব স্ব বিভাগের ব্যাংক হিসাবে সেমিনার ফি জমা হবে। * থিসিস ফি, টার্ম পেপার ফি ও মাঠকর্ম ফি বিভাগ আদায় করবে।
২। ইডেন মহিলা কলেজ হতে ২০১৬ সনের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ বর্ষে ভর্তি হতে পারবে।


৩। শিক্ষার্থীর করণীয়: উপরােল্লিখত ওয়েব সাইটে প্রবেশ করে ‘Edenstudent ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর Admission ট্যাব ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী তথ্যাদি পূরণ করে বিকাশ বা রকেট মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশােধ করতে হবে। ভর্তি ফরমটি প্রিন্ট করে মার্কসীটসহ (অনলাইন কপি) কলেজের সংশ্লিষ্ট বিভাগে পরবর্তী দুই দিনের মধ্যে জমা দিতে হবে। ভর্তি ফরম বিভাগে জমা না দিলে তার ভর্তি নিশ্চিত হবে না।

বিঃদ্রঃ ভর্তি ফরম পূরণে কোন সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অফিসে যােগাযােগ করতে হবে।


2 26:1: 202) (প্রফেসর সুপ্রিয়া ভট্টাচাৰ্য)
অধ্যক্ষ ইডেন মহিলা কলেজ, ঢাকা।
কার্যার্থে: ১। বিভাগীয় প্রধান, সকল বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা; ২। প্রধান সহকারি, ইডেন মহিলা কলেজ, ঢাকা; ৩। ক্যাশিয়ার, ইডেন মহিলা কলেজ, ঢাকা; ৪। রেজিস্ট্রেশন শাখা, ইডেন মহিলা কলেজ, ঢাকা; ৫। সংরক্ষণ নথি ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.